শ্রুতি হাসান, মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশিত হয়েছে। একসঙ্গেও দেখা গেছে তাদের। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতিও নাকি নিচ্ছেন। চলতি বছরই গাঁটছড়া বাঁধছেন এ জুটি।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, আমার পক্ষ থেকে উত্তর হচ্ছে ‘না। আমি এ বছর বিয়ে করছি না। সুতরাং সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আমি বিয়ে করি এতে লুকানোর কিছু নেই। কিন্তু আমি এখন এটি করছি না। এই মুহূর্তে বিয়ে ছাড়াও আমার অনেক কাজ রয়েছে। এখন ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছি।
ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকা দম্পতির মেয়ে শ্রুতি। মা-বাবার পক্ষ থেকে কোনো চাপ রয়েছে কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমার মা-বাবা এমন নয়। তারা কখনই আমাকে বিয়ের ব্যাপারে কিছু বলেন না।