মিয়ানমারের ইয়াঙ্গুনে ডিসেম্বর মাসে প্রথম এলিভেটেড এক্সপ্রেস রোড নির্মিত হতে যাচ্ছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
নির্মাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার আওতায় ৪০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস রোডটি নির্মিত হতে যাচ্ছে। এক্সপ্রেসওয়ে রোডটি ইয়াঙ্গুন ইনার রিং রোড ও আউটার রিং রোড হিসেবে ইয়াঙ্গুনে স্ট্রান্ড রোড ও ইয়াঙ্গুন-মান্দালাই মহাসড়ক দুটিকে সংযোগ করবে।
সড়কটি নির্মাণ সম্পন্ন হলে ইয়াঙ্গুনের কেন্দ্রস্থল থেকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে যাত্রীদের মাত্র ২০ মিনিট সময় লাগবে। আগে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগত। প্রকল্পটি সম্পন্ন হলে এই সড়কটি হান্তারওয়াদি আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়াঙ্গুন-মান্দালয় মহাসড়ক প্রকল্প ও থাইলাওয়া স্পেশাল ইকোনোমিক জোন (এসইজেট)’র সঙ্গেও সংযুক্ত হবে। সিনহুয়া।