মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি’র বাসভবনে পেট্রোল বোমা হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারী তার অপরাধ স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, লোকটি মানসিক ভারসাম্যহীন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার সু চি’র লেকের পাড়ের বাগানবাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় তিনি সেখানে ছিলেন না। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কর্মকর্তারা উইন নাইং (৪৮) নামের এক ব্যক্তিকে শুক্রবার ভোরে গ্রেফতার করে।
ইয়াঙ্গুন পুলিশ ফেসবুকে জানিয়েছে, ‘লোকটি একটি বোতলে পেট্রোল ভরে ওই বাড়ির কম্পাউন্ডের ভেতর নিক্ষেপ করার কথা স্বীকার করেছে।’
সে একটি আবাসন কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে বলে জানাচ্ছে পুলিশ। পুলিশ আরো জানায়, লোকটি ‘মানসিকভাবে অসুস্থ’ বলেই তাদের ধারণা। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এএফপি।