বিএনপিকে ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সবাই একই রকম সুযোগ-সুবিধা পাবে বলেও তিনি আশ্বস্ত করেন।
গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এর আগে দেশের ২১ তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে ফরম নেন।
মনোনয়নপত্র প্রদান প্রক্রিয়া শেষ হবার পর ‘বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কখনও না। বিএনপি ছাড়া নির্বাচন সব দলের হয় কিভাবে। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এটা আগেও বলেছি, এখনও বলছি। আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আশা করি সব দল ভোটযুদ্ধে অংশ নেবে।’