সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন ছবি ‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয়েছে। শনিবারই পুরো শ্যুটিং ইউনিট চলে যায় মানিকগঞ্জে। রবিবার সকাল থেকে সেখানে শ্যুটিং শুরু হয়েছে।
সাইমন সাদিক জানান, এই ছবিতে আমি বাউল চরিত্রে অভিনয় করছি। যে নানা স্থানে ঘুরে ঘুরে গান গায়। এর বেশি কিছু এখনই বলা যাবে না। বাকিটা দর্শক হলে গিয়ে দেখবেন।
‘পোড়ামন’সহ মাহিয়া মাহির সঙ্গে এর আগেও একাধিক ছবিতে জুটি হয়ে কাজ করেছেন সাইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জুটির রসায়ন পরীক্ষিত। দর্শক শুরু থেকেই এ জুটিকে পছন্দ করেছেন। আশা করছি, এই ছবিতেও ভালো কিছুই হবে।
‘আনন্দ অশ্রু’ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে ঢালিউডে আরেকটি ছবি নির্মিত হয়েছিল তাতে সালমান শাহ ও শাবনূর অভিনয় করেছিলেন। তাই একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেয়ায় ছবিটি রিমেক হিসেবে নির্মাণ করা হবে বলা ধারণা করা হচ্ছিল। পরে নির্মাতা মানিক জানান, ছবিটি রিমেক হিসেবে নয়। শুধু নামটাই নেয়া হয়েছে। সম্পূর্ণ ভিন্ন গল্পকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত হবে।