কে কে মেননের সঙ্গে আগামী ছবিতে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছবিরই শুটিং চলছে ভোপালে। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ মুক্তি পাওয়ার তিন বছর পর হিন্দিতে কাজ করার সুযোগ পেলেন স্বস্তিকা।
তবে ছবির পরিচালক কিংবা গল্প নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। সামনেই মুক্তি পাবে তার অভিনীত বাংলা ছবি ‘মাইকেল’। ভোপাল থেকে ফিরে মার্চ মাস নাগাদ নায়িকা শুরু করবেন বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’র কাজ।
এপ্রিলে মুক্তি পাওয়ার কথা অঞ্জন দত্তের ছবি ‘আমি আসব ফিরে’র, যেখানে স্বস্তিকা রয়েছেন একজন উকিলের ভূমিকায়। হাতে রয়েছে রাজর্ষি দের ‘বীরপুরুষ’ও।