ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই ধারা সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করবে না। তিনি বলেন, সাংবাদিকদের কাজ গুপ্তচরবৃত্তি নয়। তারা তথ্য সংগ্রহ করবেন প্রতিবেদনের স্বার্থে। সরকারের গোপন তথ্য সরকারের শত্রু বা বিদেশের কাছে সরবরাহ করার জন্য নয়।
আজ মঙ্গলবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
প্রস্তাবিত আইনের ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার বাধা হবে না বলে দাবি করেন আইন মন্ত্রী। তিনি বলেন, ন্যায়সঙ্গত কারণ থাকলে দরকার হলে জনস্বার্থ ও অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষায় ৩২ ধারায় একটি উপ-ধারা অন্তভুর্ক্ত করা হবে।
গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন করা হয়। ৫৭ ধারা বিলুপ্ত করা হলেও নতুন আইনে ৫৭ ধারার বিষয়বস্তুগুলো আরও বিশদ আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।