স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি মেঘনা নদী থেকে সরবরাহের লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি মেঘনা নদী থেকে সরবরাহের লক্ষ্যে সরকার ‘ঢাকা এনভায়রনমেনটালি সাসটেইনেবল ওয়াটার সাপলাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনদী পয়েন্ট (আড়াইহাজার থানাধীন) থেকে পানি উত্তোলন করে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গন্ধর্বপুর নামক স্থানে নির্মাণাধীন পানি শোধনাগারে শোধন করা হবে।
তিনি জানান, এই শোধনাগারে শোধনের মাধ্যমে দৈনিক ৫০ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে।
এই প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান। বাসস