• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে অ্যাকশন লেডি তিশা

আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সব অঙ্গনেই নিজের সাবলীল অভিনয়গুণে হয়েছেন বেশ প্রশংসিতও। দুই পর্দাতেই তার অবাধ বিচরণ আর দাপুটে অভিনয় মুগ্ধ করে দর্শকদের।
ভালোবাসা দিবসে সবাই যেখানে রোমান্টিক প্রেম ও ভালোবাসার গল্প নিয়ে আসছে সেখানে তিশাকে দেখা যাবে একদমই আলাদারূপে। একটি থ্রীলার অ্যাকশন ও রোমান্টিক গল্পে অ্যাকশন লেডি হিসেবে দেখা যাবে তাকে।
পূর্ব দশকের আনারকলি ছবির কলি রূপে নতুন করে আসছেন তিনি। তার চরিত্রের জায়গায় বেশ রাফ অ্যান্ড টাফ। মারমুখী অ্যাকশন চরিত্রে এবার নিজের দ্যুতি ছড়াবেন। নাটকের নাম ‘কলি ২.০’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আবরার আতহার।
তিশা জানান, ‘ভ্যালেন্টাইনে সব রোমান্টিক গল্পের কাজ বেশি থাকে। কিন্তু এ গল্পটা একদমই আলাদা যেখানে দর্শকরা এক নতুন তিশাকে পাবে। বিশাল আয়োজন ও এরেঞ্জমেন্ট নিয়ে কাজটি করা হয়েছে একদম ফিল্মি স্টাইলে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
তিশা সম্প্রতি মোস্তফা সরোয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবির শুটিং শেষ করেছেন। সেসঙ্গে পশ্চিম বাংলার অরিন্দম শীলের পরিচালনায় নির্মিত বলিঘর ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ