ডাকে যাচ্ছিল নীল রঙের একটি বাক্স। সন্ধানী কুকুরের ইঙ্গিত দেখে বাক্সটি খুলতেই তাজ্জব সবাই। বাক্স থেকে বেরোল আস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক। সম্প্রতি মেক্সিকোর জেলিসকো শহরের ত্লাকেপাকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বাক্সের ভিতরে বাঘের বাচ্চার সেই ছবি ফেসবুকে পোস্ট করেছে মেক্সিকো পুলিশ। সেই ছবি দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। বাঘ শাবকটি মেক্সিকোর বনদফতর উদ্ধার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, জালিসকো থেকে কোয়েরেতারো প্রদেশে যাচ্ছিল বাক্সটি। বাক্সটি ত্লাকেপাক কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে পৌঁছাতেই ডাকাডাকি শুরু করে সন্ধানী কুকুর। তখনই বাক্সটি খোলার সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীরা। বাক্স খুলে দেখা যায় ভিতরে বসে রয়েছে বাঘের শাবকটি। দীর্ঘক্ষণ বাক্সবন্দি থাকায় ২ মাস বয়সি ছানাটির দেহে জলাভাব দেখা দিয়েছে। তবে শারীরিকভাবে শাববটি সুস্থ রয়েছে। কে বাঘের বাচ্চাটিকে এভাবে পাঠাল, জানতে তদন্তে নেমেছে মেক্সিকো পুলিশ। জি-নিউজ।