• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

ভালবাসা দিবসে ‘ও আমার দরদী’ নিয়ে সঙ্গীত শিল্পী মালা

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

ভালবাসা দিবসকে সামনে রেখে ঈগল মিউজিকের ব্যানারে বহুল জনপ্রিয় গান ‘ও আমার দরদি’ নিয়ে আসছেন সঙ্গীত শিল্পী মালা। আর চমক হিসেবে থাকছে একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও।
সমসাময়িক দর্শকদের কথা মাথায় রেখেই ভিন্ন ধারার এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মৌটুসি রাহমান। গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ফাইজান খান চিনটু।
গানটি প্রসঙ্গে মালা বলেন, ফোঁক গান আমাদের মাটির গান, শিকরের গান- যা আমাদের অস্তিত্ব। ফোঁক গান নিয়ে আমার কাজ অব্যাহত রয়েছে। আর এরই ধারাবাহিকতায় এবার করেছি ‘ও আমার দরদি’। বাংলাদেশে এই প্রথম কোন অ্যানিমেটেড মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে। প্রায় দু’ বছর ধরে ছবি একে একে কাজটি সম্পন্ন করেছেন মৌটুসি। গানটি ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। আশা করি গানটি সবার ভাল লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ