বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলা অনশন কর্মসূচি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শেষ হয়ে গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সমানে কর্মসূচিতে বসেন নেতাকর্মীরা। অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা ছিলো বিকেল ৪টায়। কিন্তু প্রেসক্লাব এলাকায় অনশন ঘিরে ‘তীব্র যানজট’ ও ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’র আশঙ্কায় কর্মসূচি শেষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়। এ কারণে নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা আগে দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পুলিশের অনুরোধে দুপুর ১টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হচ্ছি।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারান্তরীন হওয়ার পর দুদিনের বিক্ষোভের পর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে বুধবার অনশনে বসে বিএনপি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির অর্থদণ্ডসহ ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।