বিশ্বালোচিত পাকিস্তানের লাহোরে ছয় বছরের শিশু জয়নব আনসারিকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ইমরান আলিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। ৪ জানুয়ারি থেকেই নিখোঁজ ছিল জয়নব। গত ৯ জানুয়ারি লাহোরের দক্ষিণের কাসুরে জয়নব আনসারির মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
মক্তবে কোরআন পড়া শেষে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয়। ওমরা পালন করতে ওই সময় তার পিতা-মাতা সৌদি আরবে ছিলেন।
শনিবার পাঞ্জাব প্রদেশের কাসুরের এক কারাগারের অভ্যন্তরে সন্ত্রাস-বিরোধী আদালতের বিচারক সাজ্জাদ আহমেদ এই দণ্ড ঘোষণা করেন। ইমরান আলি অপহরণ, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছেন এবং সবগুলোতে তাকে আলাদাভাবে মোট চারবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
অন্যদিকে সমকামিতার অভিযোগেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানকে শিশু হত্যা, শিশু অপহরণ, শিশু ধর্ষণ এবং শিশুর সঙ্গে অস্বাভাবিক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে। শিশুর দেহ উন্মুক্ত করে নির্যাতন চালানোর দায়ে ইমরানকে আরও সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার দণ্ড দেয়া হয়েছে। খবর বিবিসি।