রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ইতোমধ্যে ৪-জিতে প্রবেশ করলাম। স্যাটেলাইটও প্রস্তুত হয়েছে। আগামী মার্চের যেকোনো সময় এই স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। এটা হলে আমাদের নিজস্ব স্যাটেলাইট হবে।
আজ সোমবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভ্যাটিকান সিটি ও ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দুর্বৃত্তদের দমনে সাইবার আইন দরকার। কিন্তু এটা কখনো কখনো সাংবাদিকদের ক্ষেত্রে অপপ্রয়গ হয়। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেকটা আইনই যুগোপযোগী করা হচ্ছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। সেটা প্রক্রিয়াধীন। তিনি বলেন, যদি কোনো সাংবাদিক তেমন কিছু না করেন তবে কোনো সমস্যা হবে না। অপকর্ম না করলে অপপ্রয়গ হবে না।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। আবার কোনো বিশেষ ব্যক্তির ওপর পড়লে তা নিয়ে কথা হয় না।