• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

উত্তরবঙ্গে ফিল্মসিটি চান প্রসেনজিৎ

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

উত্তরবঙ্গে ফিল্মসিটি তৈরি হোক, শিলিগুড়িতে হলে আরও ভাল। বইমেলার মঞ্চ থেকে আবার ফিল্মসিটি তৈরি কারার দাবি জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন করতে মঙ্গলবার শিলিগুড়িতে এসেছিলেন তিনি।
প্রসেনজিৎ দীর্ঘ দিন ধরেই রাজ্যে ফিল্মসিটি নির্মাণের দাবি জানিয়ে আসছেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা চত্বরের মঞ্চ থেকে নিজেই এ কথা জানান প্রায় চারশো ছবির অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, ‘‘আমি অন্তত ২০ বছর ধরে ফিল্মসিটির দাবি জানিয়ে এসেছি। আবার বলছি। রাজ্যে যদি কোথাও ফিল্মসিটি তৈরি করতে হয়। তা উত্তরবঙ্গেই হওয়া উচিত। শিলিগুড়িতে হলে খুব ভাল।’’
এ সময় বইমেলার মঞ্চে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও। শিলিগুড়ির কাওয়াখালিতে ফিল্মসিটি তৈরির প্রস্তাব নিয়ে মন্ত্রী গৌতমবাবুও এক সময়ে উদ্যোগী হয়েছিলেন। তারপরে বিষয়টি খুব একটা এগোয়নি। অনুষ্ঠান শেষে গৌতমবাবু জানিয়েছে, শীঘ্রই তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ