• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের জন্মদিন আজ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। পৈত্রিক নিবাস ময়মনসিংহের শম্ভূগঞ্জে। ‘না বলা কথা’, ‘নিশি দিন’, ‘নীল নয়না’, ‘অবুঝ মন’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘শোন একটা কথা বলি’র মতো শ্রোতাপ্রিয় গানের শিল্পী গত ছয় বছর ধরে দেশীয় সঙ্গীতাঙ্গনকে মাতিয়ে রেখেছেন নিজের কণ্ঠের জাদুতে।
আজ ১ মার্চ সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসাইনের জন্মদিন। ১৯৮৯ সালের এদিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে ইলিয়াস হোসাইন বলেন, ‘আমার পক্ষ থেকে শ্রোতা-দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা না থাকলে হয়তো আজ আমার ইলিয়াস হোসাইন হয়ে ওঠা হতো না। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো এবং শ্রুতিমধুর গান শ্রোতাদের উপহার দিতে পারি।’
নিজের সাম্প্রতিক কাজের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে আমার জনপ্রিয় গানগুলোর ১০ টি মিউজিক ভিডিও তৈরি করেছি। খুব শিগগির সেগুলা ইউটিউবে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ