দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনার জন্য তার গোয়েন্দা প্রধানসহ বিশেষ দূতদের সোমবার উত্তর কোরিয়া পাঠাচ্ছেন। রবিবার তার কার্যালয় থেকে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মুনের মুখপাত্র জানিয়েছেন, মুনের প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সুহ হুনসহ ১০ সদস্যের বিশেষ প্রতিনিধি দলটি সোমবার পিয়ংইয়ং যাচ্ছে। এএফপি।