• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

রিজার্ভের অর্থ ফেরাতে এপ্রিলে মামলা: অর্থমন্ত্রী

আপডেটঃ : রবিবার, ৪ মার্চ, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরাতে নিউ ইয়র্কের আদালতে এপ্রিলের মধ্যে মামলা করা হবে। এ বিষয়ে সেখানকার প্রতিষ্ঠিত কোনো ল ফার্ম নিয়োগের প্রক্রিয়া চলছে।
রবিবার সচিবালয়ে রিজার্ভ চুরির বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম. ইউনুসুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা আপাতত সিদ্ধান্ত নিয়ে রেখেছি, মামলা করবো। এপ্রিল মাসের মধ্যেই করব। মামলাটি হবে নিউ ইয়র্কে। তিনি আরো বলেন, আমাদের সংস্থাগুলোর তদন্ত চলছে। বৈঠকে তাদেরকে (সিআইডি) দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে কেন্দ্রীয় ব্যাংককে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলেই মামলার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ