খারাপ আবহাওয়ার কারণে মস্কোর বিভিন্ন বিমান বন্দরে ৩০টিরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে। মস্কোর এয়ার ট্রান্সপোর্টেশন ক্লাস্টারের ডিসপ্লে প্যানেল থেকে একথা জানা গেছে।
শেরেমেতোয়েভ বিমানবন্দরে স্থানীয় সময় ৯টা ২০ মিনিটে ১০টি ফ্লাইটের ক্ষেত্রে বিলম্ব ঘটেছে ও দু’টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। দমোদেভো বিমানবন্দরে ২৪ টি ফ্লাইটে বিলম্ব এবং আটটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ভনুকভো বিমানবন্দরে একটি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
রাশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজধানী মস্কোয় তুষার ঝড়সহ মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং তাপামাত্রা মাইনাস দুই ডিগ্রীতে নামতে পারে। আবহাওয়া পর্যবেক্ষকরাও সতর্ক করে দিয়ে বলেছেন, কিছু এলাকায় তীব্র তুষারঝড় হতে পারে এবং কালও বরফ পড়ার আশঙ্কা রয়েছে, রাতের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রিতে নেমে যেতে পারে। এএফপি।