• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

কেউ আইনের উর্ধে নয়: শেখ সেলিম

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কেউ আইনের উর্ধে নয়। অপরাধ করলে অপরাধীকে শাস্তি পেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।
তিনি আরো বলেন, এতিমের টাকা মেরে খেলে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। আদালত তাকে সাজা দিয়েছে। এ সরকারের আমলে আইন বিভাগ স্বাধীন। হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। দুদকের আপিলে কোর্ট তার জামিন স্থগিত করেছে। খালেদার ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ নেই।
বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সব দলই স্বাধীনতা বিরোধী দল। তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে স্বাধীনতা বিরোধী শক্তি আস্তে আস্তে স্তমিত হয়ে পড়বে।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. ইয়াসমীন আরা লেখা, অনুষ্ঠানের সমন্বয়কারী কর্ণেল জাহিদ হাসান কুরছি, অনুষ্ঠানের আহবায়ক বিএম জামাল হোসেন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এমবি সাঈফ বি মোল্লা, স্কুলের প্রাক্তন ছাত্র ফারুক শরীফ, শুকতাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ