• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

এক যুগ পর দেশে ফিরছেন কায়কোবাদ, ব্যাপক শোডাউনের প্রস্তুতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা মিথ্যা মামলায় খালাস পেয়ে এক যুগ পর প্রবাস জীবনের ইতি টেনে আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্বদেশে ফিরছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সৌদি আরব থেকে আজ শনিবার দুপুরে বাংলাদেশে নেমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে হেলিকপ্টার যুগে নিজ জন্মভূমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় যাওয়ার কথা রয়েছে।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি। জনপ্রিয় এই নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হচ্ছেন।

সাবেক এই এমপির মুরাদনগর সদরের বাড়িতে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সচেতন নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রাক্তন সেনা কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভার বক্তব্যে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হারুন রশিদ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রমূলক মামলায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কাজী কায়কোবাদের নাম যুক্ত করা হয়। কিন্তু সত্য চাপা থাকে না।

উচ্চ আদালত এই মামলায় তার এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নির্দোষ প্রমাণ করেছেন।
আগামী ২৮ ডিসেম্বর কায়কোবাদ প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মুরাদনগরে পৌঁছে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে আনন্দের জোয়ার বইছে।

আয়োজকরা প্রশাসনের সহযোগিতা কামনা করে জানান, লক্ষাধিক মানুষ ঢাকায় প্রিয় নেতাকে স্বাগত জানাতে যাচ্ছেন। প্রশাসনের উচিত যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্ক থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ