জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই এ জনশক্তিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ সহজ হবে।
বৃহস্পতিবার রংপুর-৬ (পীরগঞ্জ) নিজ নির্বাচনী এলাকায় পীরগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে অসহায় এবং দরিদ্র নারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ সব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে পারলে নারীর ক্ষমতায়ন ফলপ্রসু হবে। কেউ পিছিয়ে থাকবে না, সকলকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।