আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমভাবাপন্ন দলগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী জোট গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। দিল্লীতে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের প্রথম দিন শনিবার এ মতামত তুলে ধরে দলটি। বলা হয়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের বিরুদ্ধে জেতার জন্য অবশ্যই জোট গড়বে কংগ্রেস।
এসময় নিজেদের মতাদর্শের সঙ্গে একমত পোষণকারী ছোট ছোট দলগুলোকে কংগ্রেসের ছায়াতলে এক হওয়ার আহ্বান জানান দলটির নেতারা। বিজেপির বিদ্বেষের রাজনীতির মোকাবিলার ডাক দিয়ে ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেন, ‘কংগ্রেস মানুষের দল। মানুষের সুখ-দুঃখের অংশীদার। কংগ্রেস সব সময় অন্যায়ের বিরুদ্ধে স্বর তোলে। সবাইকে একজোট করে কংগ্রেসকেই প্রতিশোধমুক্ত ভারত গড়ে তুলতে হবে।’
এছাড়া সদ্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়া রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ও বিজেপির মধ্যে আসমান-জমিন ফারাক। বিজেপি বিশ্বাস করে বিদ্বেষে, কংগ্রেসের শক্তি মানুষের ভালোবাসা। দেশজুড়ে বিদ্বেষের বীজ ছড়িয়ে দেয়া হচ্ছে। মানুষ মানুষের সঙ্গে হানাহানি করছে। দেশ ক্লান্ত। মানুষ মুক্তি চাইছে। নতুন পথের সন্ধান করছে। কংগ্রেস সেই পথের সন্ধান দেবে।’