ক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক পরিবহন নিরাপত্তা প্রশাসন হুন্দাই ও কিয়া মোটর কোম্পানির বেশ কয়েকটি গাড়ির এয়ারব্যাগ স্বয়ংক্রিয়ভাবে ফুলে উঠতে ব্যর্থ হওয়ার ঘটনা তদন্ত করছে। গাড়িগুলোতে ত্রুটিযুক্ত এয়ারব্যাগের কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অ্যাডমিনিস্ট্রেশন’স অফিস অব ডিফেক্টস ইনভেস্টিগেশন (ওআইডি) এর ওয়েবসাইটে জানায়, ওআইডি ছয়টি দুর্ঘটনার ব্যাপারে অবগত রয়েছে। ওই দুর্ঘটনার সময় হুন্দাই ও কিয়া’র গাড়িগুলোর এয়ারব্যাগ ফুলে উঠতে ব্যর্থ হয়। ওই ঘটনাগুলোতে চার জন নিহত ও ছয় জন আহত হয়। কোম্পানি দুটির আনুমানিক ৪ লাখ ২৫ হাজার গাড়ি ত্রুটিযুক্ত। এএফপি।