রাশিয়ার মস্কোয় প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চতুর্থবারের মতো ক্রেমলিনে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। একে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। খবর এএফপি’র।
একজন সাবেক রুশ কর্নেলকে বিষ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার গ্রিনিচ মান সময় ২ টায় বিশাল এই দেশটির পূর্বাঞ্চলে ভোট গ্রহণ শুরু হয় এবং ইউরোপীয় ইউনিয়ন সীমান্তের কাছে কালিনিংগ্রাদে গ্রিনিচ মান সময় রোববার ১৮ টায় ভোট গ্রহণ শেষ হবে। এএফপি।