• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সংসদ অধিবেশন বসবে ৮ এপ্রিল

আপডেটঃ : বুধবার, ২১ মার্চ, ২০১৮

চলতি দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৮ এপ্রিল রবিবার। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য, সংসদের ১৯তম অধিবেশন শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে জুনে যেহেতু বাজেট অধিবেশন রয়েছে সেই কারণে কিছুটা আগেই ২০তম অধিবেশন ডাকা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২০তম অধিবেশনটি সংক্ষিপ্ত হবে।
উপনির্বাচনে বিজয়ী দুই এমপির শপথ : গত ১৩ মার্চ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (আওয়ামী লীগ) এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি-জাপা) শপথ নিয়েছেন। বুধবার সংসদ ভবনে তাদেরকে শপথ পাঠ করান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, ফখরুল ইমাম এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ