• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

বৈশাখে ‘চন্দ্র মুখী’ শিরোনামে এসকে সমীরের নতুন মিউজিক ভিডিও

আপডেটঃ : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

এবার বৈশাখে ‘চন্দ্র মুখী’ শিরোনামে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে আসছে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এসকে সমীর।
মীর মামুন হোসেন এর কথায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এস কে সমীর নিজেই । গানটি আগামী ১৩ এপ্রিল সন্ধ্যায় মাই সাউন্ড এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে।
গানটির প্রসঙ্গে এস কে সমীর বলেন, মেলোডি ঘরানার সঙ্গীত পিপাসু সকল শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটির সুর ও সঙ্গীত আয়োজন করার চেষ্টা করেছি এবং আশা করছি এখন থেকে নিয়মিতভাবেই ভালো ভালো গান নিয়ে শ্রোতাদের পাশে থাকার চেষ্টা করব।
‘চন্দ্র মুখী’ শিরোনামে গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন ও পার্শ্ব অভিনেত্রী হিসেবে থাকছে অনামিকা, সম্প্রতি গাজীপুরে নক্ষত্র বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির চিত্রায়ন।
গানটি প্রকাশনায় সহযোগিতা করার জন্য মাই সাউন্ড এর কর্ণধর জামাল উদ্দিন ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এস কে সমীর।
উল্লেখ্য, এস কে সমীর এর মধ্যে নিজের অ্যালবামসহ বেশ কিছু মিশ্র ও একক অ্যালবাম প্রকাশ করেছে। সর্বশেষ গত ২৬ মার্চ উপলক্ষে রিলিজ হওয়া দেশের গান ‘এই বাংলাদেশ’ গানটি শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। এ ছাড়া গত ঈদে সমীরের ফিচারিংয়ে মমতাজ এর একক গান, ২০১৬ তে মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ‘শূন্যবাড়ি’ আলোচনায় আসে।
তার ফিচারিং এ অন্য কাজগুলো মধ্যে – মিশ্র অ্যালবাম ‘হারিয়েছি মন’, সমীর মিক্সড ২০১৬, অ্যালবাম ছাড়াও ‘অনুক্রোশ’,  ‘হরিযুপিয়া ভালোবাসার গল্পসহ কয়েকটি সিনেমার সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন সমীর।
এ ছাড়া রবিউল ইসলাম জীবন এর কথায় সমীর এর সুর ও সঙ্গীতে শাহরিয়ার রাফাত এর গাওয়া  ‘কখনো বলিনি’ গানটির মিউজিক ভিডিওটি শ্রোতাদের মাঝে দারুন ভাবে সাড়া ফেলেছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ