• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

‘রাজি’ ট্রেলারে প্রশংসিত আলিয়া

আপডেটঃ : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

রথমবারের মতো ‘‌রাজি’ সিনেমায় এক কাশ্মিরি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
মেঘনা গুলজার পরিচালিত ‘‌রাজি’‌ নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহলের শেষ ছিল না বি-টাউনে। ছবির অধিকাংশটাই শুট করা হয়েছে কাশ্মীরে।
হরিন্দর সিক্কার গল্প সেহমত অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। সেখানে পাকিস্তানে নিযুক্ত এত ভারতীয় চরের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। সত্যি ঘটনা অবলম্বনেই গল্পটি লিখেছিলেন লেখক। সেটি পর্দায় ফুটিয়ে তুলতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি আলিয়া। কাশ্মীরি তরুণীর চরিত্রে যথেষ্ট মানানসই। দর্শকরা খুব একটা নিরাশ হবেন না তা ট্রেলারে বোঝা যাচ্ছে।
আলিয়া তার এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি এই ছবি নিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘চলচ্চিত্রে নতুনত্ব আমি সবসময় পছন্দ করি। ‘রাজি’ তেমনই একটি ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ