• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

পরিবেশ দূষণকারী সকল শিল্প ইউনিটে ‘ইটিপি’ স্থাপন বাধ্যতামূলক: শিল্পমন্ত্রী

আপডেটঃ : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পরিবেশ সংরক্ষণের বাধ্যবাধকতা হিসেবে দেশের উৎপাদনমুখী প্রায় সকল শিল্প কারখানায় ‘জিরো পল্যুশন’ নীতি গ্রহণ করা হয়েছে এবং এর আওতায় পরিবেশ দূষণকারী সকল শিল্প ইউনিটে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
উচ্চ পর্যায়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম উপলক্ষে ভারতের মধ্য প্রদেশের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে মঙ্গলবার আয়োজিত ‘থ্রিআর এবং নির্মল বায়ু-বায়ু দূষণে সার্কুলার ইকোনোমির ভূমিকা’ শীর্ষক প্লেনারি সেশনে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প কার্বন নির্গমন ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ, পরিবহন ও শিল্পখাতে গ্রীণ হাউজ গ্যাস নির্গমন ৫ থেকে ১৫ শতাংশ কমিয়ে আনবে। এ লক্ষ্যে ইতোমধ্যে দেশে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন এবং সবুজ পণ্য উৎপাদনের উদ্যোগ জোরদার করা হয়েছে।’ বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ