• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

‘বৈশাখী প্রেম’ নিয়ে এলেন কুমার বিশ্বজিৎ

আপডেটঃ : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

বৈশাখকে উপজীব্য করে গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বাংলাঢোলের প্রযোজনায় তৈরি হওয়া গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে পহেলা বৈশাখ রাতে।
‘ঢেউ লেগেছে বাংলা ঢোলে বৈশাখী হাওয়ায়/রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানায়’— এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি ও আল আমিন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। মিউজিক ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু।
এতে মডেল হয়েছেন অর্থি ও সুমিত। মডেলদের পাশাপাশি ভিডিওতে রয়েছেন শিল্পী নিজেও। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলসহ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে উপভোগ করা যাচ্ছে ‘বৈশাখী প্রেম’ শিরোনামের গানটি।
শিল্পী কুমার বিশ্বজিৎ জানান, সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে ‘বৈশাখী প্রেম’ গানটি প্রকাশ করতে কিছুটা বিলম্ব হলো। তার বিশ্বাস পুরো বৈশাখ মাসজুড়ে এই গানের আবেদন থাকবে। তিনি বলেন, ‘ভক্তদের জন্য এটি আমার বৈশাখের উপহার’।
‘বৈশাখী প্রেম’ শিল্পীর কাছে বিশেষ একটি গান। দক্ষিণ ভারতের গানে ‘নাদাসসুয়ারাম’ যন্ত্রের ব্যবহারে মুগ্ধ এই গায়ক এবার এ যন্ত্র ব্যবহার করেছেন নিজের এই গানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ