ভারতীয় অভিনেতা যিশু সেনগুপ্ত বলেছেন, ‘যদি কোনো ক্রীড়াব্যক্তিত্বের বায়োপিকে চরিত্রে অভিনয় করার ব্যাপারটা আমি বেছে নিতে পারি, তা হলে সৌরভ গাঙ্গুলীর চরিত্রেই অভিনয় করতে চাইব।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ধারাভাষ্যের জন্য একটি বাংলা চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন যিশু। সেই ধারাভাষ্য দিতে গিয়েই তিনি সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তিনি নিজের এ ইচ্ছার কথা জানান।