সাইফ আলি খানের প্রথম পক্ষের কন্যা সারা আলি খানের বলিউডে আত্মপ্রকাশের আর বেশি দেরি নেই। সদ্যপ্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর মতোই সারাও মুখ দেখাতে চলেছেন পর্দায়। শনিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে সারার নাচ দেখে সবাই মুগ্ধ হয়েছে। তার দুরন্ত নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলার ভাগ্নি সৌদামিনী মাট্টুর বিয়ের রিসেপশন পার্টি ছিল শনিবার রাতে। সেখানে হাজির ছিলেন সাদা শাড়ি পরিহিতা সারা। অনুষ্ঠানে উপস্থিত অন্য তারকাদের কার্যত মাত করে দিয়ে মঞ্চের দখল নিয়ে নেন তিনি।
‘বিশ্বাত্মা’ ছবির বিখ্যাত গান ‘সাত সমুন্দর পার’-এর সঙ্গে তার নাচ দেখে সকলেই চমকে গিয়েছেন। সুরের তালে তালে তার শরীর দোলানো দেখে নেটিজেনরা একমত— সারার বলিউড জয় কেবল সময়ের অপেক্ষা।