বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিক বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী শোকবার্তায় একুশে পদকপ্রাপ্ত এই কবির সাহিত্যে অবদানের কথা স্মরণ করে বলেন, তার কবিতা তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। বেলাল চৌধুরী ছিলেন এ দেশের একজন পথিকৃৎ সাংবাদিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার লেখা মানুষকে সবসময় দেশপ্রেমের চেতনায় আলোকিত হতে উদ্বুদ্ধ করবে। শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
একুশে পদক প্রাপ্ত কবি বেলাল চৌধুরী আজ দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বেলাল চৌধুরী দুই ছেলে, এক কন্যা এবং অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। গত ২৭ আগস্ট ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে অসুস্থ কবিকে ভর্তি করা হয়।