আগামী ২৭ এপ্রিল ‘চালবাজ’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শুভশ্রী, রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে এন ইউ ট্রেডার্স।
শাকিব খান অভিনীত চালবাজ প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে, আর এর বিনিময়ে বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারত থেকে আমদানি করা চালবাজ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।
চলচ্চিত্র নিয়ে শাকিব খান বলেন, ‘বাংলাদেশের মানুষ চালবাজ প্রেক্ষাগৃহে বসে যেন না দেখতে পারে সেজন্য কে বা কারা মুক্তিতে বাঁধা দেওয়ার অনেক চেষ্টা করেছে। নানা বিভ্রান্তিমূলক কথা ছড়িয়েছে। কিন্তু তারা সফল হয়নি। শুনেছি, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে খুশি হয়েছেন, এটা বড় প্রাপ্তি। আশা করছি, সেন্সর বোর্ডের সদস্যদের পর এবার ছবিটি দেশের মানুষের ভালোবাসা অর্জন করবে।’