বলিউডে এ বছরেও দুটি আলোচিত বিয়ে নিয়ে আলোচনা চলছে। দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পাশাপাশি সোনমের বিয়ে নিয়ে হচ্ছে বেশ আলোচনা।
প্রথমে সুইজারল্যান্ডে সোনমের বিয়ের কথা থাকলেও এখন তিনি বলছেন মুম্বাইতে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘বিয়েতে আমার পরিবারের সবাই থাকবেন। এছাড়াও আমার সব কাছের বন্ধুরা আমার বিয়েতে থাকবে। কিন্তু সুইজারল্যান্ডে বিয়ের অনুষ্ঠান করলে সবার সেখানে যাওয়া হবে না। আর বিয়ের জন্য বেশি খরচ আমি চাই না।’
সুইজারল্যান্ডে বিয়ে বাতিল হলেও মুম্বাইতে বসবে সোনম-আনন্দের হাই প্রোফাইল বিয়ের আসর। জানা যাচ্ছে, আপাতত অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরের দিদি কবিতা সিং-এর বাড়িতে রয়েছেন সোনাম। বান্দ্রা বাসস্ট্যান্ড লাগোয়া বিলাসবহুল ওই বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু করেছেন বলিউড এ অভিনেত্রী।
মুম্বাইতে সোনমের ৩৫ কোটির বাংলোয় বসবে মেহেদির আসর। শহর-র দ্য লীলাতে বসবে সোনমের বিয়ের সঙ্গীত ফাংশন এবং সেখানেই বসবে বিয়ের আসর।