শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগে শুধু ছেলেরা লেখাপড়া করত, কিন্তু এখন মেয়েরাও সমানভাবে লেখাপড়ায় অংশগ্রহণ করছে। এই ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আজ জাতিসংঘের কাছে উদাহরণ স্বরূপ। বিভিন্ন দেশ আমাদের আজ রোল মডেল হিসেবে দেখছে।
তিনি বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, একটা দেশ তখনি উন্নতি লাভ করে যখন সে দেশের জনগণ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যায়। আমাদের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে মেধাবী করতে বর্তমান সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে।
কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে, প্রভাষক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রানাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহি উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি রফিক আহমদ ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইকবাল হোসাইন, সাংবাদিক খালেদ হোসেন, আব্দুল আজিজ, ফাহাদ হোসাইন প্রমুখ।