জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। জনপ্রিয় অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে নতুন নতুন তারকার। আলোচিত অনুষ্ঠানটিতে এবারের পর্বে পূর্ণিমার অতিথি হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেতা সিয়াম ও তৌসিফ মাহবুব।
তৌসিফ ও সিয়াম দুইজনই এই সময়ের ব্যস্ত তারকা। তৌসিফ সমান তালে নাটকে অভিনয় করে চলেছেন। অন্যদিকে সিয়াম ছোট পর্দা ও বড় পর্দা দুই নিয়েই ব্যস্ত। জানা গেছে,এবারের পর্বে তৌসিফ ও সিয়াম তাদের নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সাথে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। এবং পূর্ণিমার এই পর্বটি প্রচার হবে আরটিভিতে শনিবার (২৮ এপ্রিল) রাত ১০টায়।