• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

আসন্ন বাজেটে নতুন করে কর আরোপ হবে না: অর্থমন্ত্রী

আপডেটঃ : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

আসছে বাজেটে নতুন করে কোনো কর আরোপ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কর না বাড়লে রাজস্ব বাড়বে কিভাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআরের লোকজনের মন মানসিকতায় পরিবর্তন হয়েছে। একইসঙ্গে আইনেও জটিলতা কমানো হয়েছে। তাই বেশি সংখ্যক মানুষ আয়কর দিচ্ছে। এ খাত থেকেই রাজস্ব বাড়বে।
মুহিত বলেন, আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা হবে ১৫ থেকে ২০ লাখ। কিন্তু সেটা ইতোমধ্যে ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। এটা আগামীর জন্য খুব আশা জাগানিয়া বিষয়।
অর্থমন্ত্রী বলেন, টাকা সাদা করার বিষয়ে নতুন কোনো সুযোগ থাকছে না বলে জানান তিনি। বাজেটের পর সঞ্চয়পত্রে সুদের হার কমানো হবে বলেও ইঙ্গিত দেন মুহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ