রশিদ খানের ঘুর্ণিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বিপর্যস্ত বাংলাদেশ। দেরাদুনে সিরিজের ম্যাচে টস জিতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৪ রান করেছে।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান লিটন দাস (১)। তামিম ইকবাল একা লড়েছেন কিছুক্ষণ। কিন্তু বাকিরা আসা-যাওয়ার মধ্যে ছিলেন। ১৬তম ওভারে তামিম (৪৩) ফেরার পর আরও হতাশা নামে বাংলাদেশ শিবিরে। তামিম ৪৮ বলে ৪৩ রান করেছেন।
শেষ দিকে আবু হায়দার রনির ১৪ বলে ২১ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ ১৩৪ রান করতে সক্ষম হয়। এছাড়া ২২ রান করেন মুশফিকুর রহিম। আফগান স্পিন জাদুকর রশিদ খান চার ওভারে ১২ রানের বিনিময়ে তুলে নেন চার উইকেট।