আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচ হারের পর দেরাদুনে এটি সাকিব বাহিনীর জন্য সিরিজ বাঁচানোর লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে দেরাদুনে শুরু হবে ম্যাচটি।
পিছিয়ে থাকা বাংলাদেশের একাদশে এই ম্যাচে দুটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে খেলা আবুল হাসান রাজু ও আবু জায়েদ রাহী বাদ পড়েছেন একাদশে। দলে অন্তর্ভূক্ত হয়েছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি।