পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের ক্রিকেট দলের কোচ মাইক হেসন। অকল্যান্ডে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। চুক্তির মেয়ার পূরণ হওয়ার এক বছর আগেই আগামী জুলাইয়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন হেসন।
আর মাত্র এক বছর পরেই ক্রিকেট বিশ্বকাপ। তাই হেসনকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চেয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তবে সিদ্ধান্তের ব্যাপারে অনড় হেসন।
মাইক হেসনের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তার ছয় বছরের ক্যারিয়ারে ঘরের মাটিতে ১১ সিরিজের আটটিতেই জয় পেয়েছে দলটি।