রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে দলের প্রত্যেক সদস্যকে ৮ লাখ ২৫ হাজার ইউরো করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন। বাংলাদেশি মূল্যমানে যা ৮ কোটি ২৩ লাখ টাকা।
স্পেন ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে মাদ্রিদদের জনপ্রিয় ক্রিড়া পত্রিকা মার্কা এ খবর নিশ্চিত করেছে।
এর আগে ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যরা প্রত্যেকে পেয়েছিলেন ৬ লাখ করে ইউরো। এবার পিকে, রামোস, অ্যাসেনসিওরা ও ইনিয়েস্তারা সেই কাজটা করতে পারে কিনা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।