• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

এবার ভিএআর দেখে লাল কার্ড

আপডেটঃ : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

আসন্ন ফুটবল বিশ্বকাপে লাল কার্ড দেখানোর আগে রেফারিরা ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। ফিফার ফুটবল আইন প্রণয়ন বিভাগ ভিএআর’র এই নতুন নিয়ম যুক্ত করেছে।
এমন সিদ্ধান্তের ব্যাপারে ফিফার আইন বিভাগের টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড এলেরে বলেন, ‘বলের থেকে অনেক দূরেও বহু ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অনেক সময় তা রেফারিদের চোখে ধরা পড়ে না। তাই অপ্রীতিকর ঘটনা ঘটলে ভিএআর অন-ফিল্ড রেফারিকে বিষয়টি অবগত করবে। এরপর ঘটনা টিভি রিপ্লে’র মাধ্যমে দেখে অন-ফিল্ড রেফারি তার সিদ্বান্ত নিতে পারবেন এবং অপ্রীতিকর ঘটনা ঘটানো দোষী খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবেন।’
এলেরে আরও বলেন, ‘বিগত বিশ্বকাপগুলোতে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা আমরা অনেক দেখেছি। তবে আমরা মনে হয় না, ভিএআর থাকায় এমন ঘটনা এবার খুব বেশি ঘটবে।’
এই প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় ভিডিও প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। মাঠের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো থাকবে। বিশেষভাবে প্রশিক্ষিত রেফারিরা ম্যাচ চলাকালীন কন্ট্র্রোল রুমের টিভিতে চোখ রাখবেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারির সঙ্গে সব সময়ই যোগাযোগ থাকবে কন্ট্রোল রুমের কর্মীদের। এ ছাড়া মাঠের সাইড লাইনের পাশেই একটি মনিটর থাকবে, কোনও ব্যাপারে সংশয় থাকলে রেফারি নিজেও সেখানে রিপ্লে দেখে নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ