এবার যোগগুরু বাবা রামদেবের মূর্তি বসতে চলেছে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে। এই বিষয়ে যোগগুরু জানান, জনপ্রিয় এই মিউজিয়ামে মূর্তি বসলে সারা বিশ্বের মানুষ উৎসাহী হবেন যোগ চর্চার জন্য।
এই মিউজিয়ামে আগে বসেছে অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকার, শাহরুখ খান সহ–বহু বিশিষ্ট ব্যক্তির মোমের মূর্তি। এই খবরে পতঞ্জলি ঘিরে খুশির হাওয়া।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা বলেন, এই প্রস্তাব যোগগুরুর কাছে এসেছিল এক মাস আগে। সেই প্রস্তাব আলোচনার পর গ্রহণ করা হয়েছে। গত বছর দিল্লির কন্নাট প্লেসে একটি শাখা খোলা হয় মাদাম তুসোর মিউজিয়ামের। সেখানে বহু বিশিষ্ট ভারতীয় ব্যক্তির মোমের মূর্তি বসানো হয়েছে।