খেলোয়াড়সুলভ আচরণ ভঙ্গ করার দায়ে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে সতর্ক করে তিরস্কার করলো আইসিসি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট।
তখন ২৮ তম ওভারের খেলা চলছিলো। বোলার হিসেবে ছিলেন রুবেল। রুবেলের করা ওই ওভারে বাউন্ডারি হাকান শিমরন হেটমেয়ার। এ সময় হেটমেয়ারকে উদ্দেশ্য করে অশালীন আচরণ ও অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল। যা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে।
আইসিসি জানায়, আচরণ বিধি ১ এর ২.১.৪ ধারাটি লঙ্ঘন করেছে রুবেল। রুবেল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।