বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, গত তিন ও চার মাসের ঘটনা বিবেচনায় আনলে এই সিরিজ জয়টা খুব জরুরী ছিল। এশিয়া কাপের আগে তাই এটি একটি ভালো লক্ষণ তবে আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে।
শনিবার সেন্ট কিটসে উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে সাংবাদিক সম্মেলনে মাশরাফি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোন সিরিজ জয়ই সবকিছু নয়। উইন্ডিজের বিপক্ষে ওডিঅাই সিরিজেও আমরা অনেক জায়গাতেই ভুল করেছি।
সতীর্থ রুবেল হোসেনের প্রশংসা করে মাশরাফি আরো বলেন, ডেথ ওভারে দলের যে প্রয়োজন ছিল রুবেল ঠিক সেটিই করে দেখিয়েছে, যেটা আমাদের উন্নতির লক্ষণ। এখন আমাদের ব্যাটিংয়েও আরো উন্নতি করতে হবে।