সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭ টায় নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
গ্রুপ পর্বের প্রথম দু’ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে আনলেও সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশের। আজ নেপালের বিপক্ষে জয় বা ড্র হলেই সেমির টিকিট পাবে জেমি ডে’র শিষ্যরা।
২০০৯ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের বাঁধা টপকে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এরপর আর সেমির মুখ দেখেনি লালসবুজ জার্সিধারীরা। টানা তিনবার সাফে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই নিজেদের মিশন থেকে ছিটকে পড়তে হয় তাদের।