এই ম্যাচে পাকিস্তান ছিল পরিষ্কার ফেবারিট। তারা ফেবারিটের মতোই জিতলো। আগে ব্যাট করা হংকংকে মাত্র ১১৬ রানে অলআউট করে ৮ উইকেটের বিশাল এক জয় তুলে নিলো পাকিস্তান।
আগে ব্যাট করা হংকং কখনোই পাকিস্তানের বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি। উদ্বোধনী জুটিতে ১৭ রান তোলার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কিঞ্চিত শাত ২৬ ও আইজাজ খান ২৭ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কাজ হয়নি তাতে। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়েছে হংকং।
পাকিস্তানের উসমান খান এক ওভারে ৩ উইকেট তুলে নেন। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন হাসান আলী ও শাদাব খান। জবাব দিতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ৪১ রান তুলে ফেলে। ফখর জামান ২৪ রান করে আউট হন। আর বাবর আজম ৩ নম্বরে নেমে ৩৩ রান করেন। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ওপেনার ইনাম-উল-হক। তিনি ৫০ রান করেন। তার সাথে ৯ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক।