• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

ইমরুলকে ধাক্কা দিয়ে এক টেস্ট নিষিদ্ধ গ্যাব্রিয়েল

আপডেটঃ : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম ইনিংসেও তোপ দেগেছেন বাংলাদেশের বিপক্ষে। পেয়েছেন ৪ উইকেট। তবে এবার দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা।

ইমরুল কায়েসকে ধাক্কা দিয়ে ডিমেরিট পয়েন্ট পেয়ে এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। তাই মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ তাদের সেরা পেসারকে পাচ্ছে না।

ঘটনাটা বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তখন অষ্টম ওভার চলছে। বোলিং করার পর অনুপযুক্ত ভাষা আর ইচ্ছেকৃতভাবে ইমরুল কায়েসকে ধাক্কা দেন গ্যাব্রিয়েল। যা আম্পায়ারদের চোখে পড়ে যায়।

শুক্রবার দুপুরে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমরুলকে দেওয়া গ্যাব্রিয়েলের ধাক্কা ছিল অযাচিত ও ইচ্ছাকৃত। আম্পায়ারদের মনে হয়েছে, চাইলেই এই ধাক্কা এড়ানো যেত।

মাঠে শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে আইসিসির আচরণবিধি বেশ কড়া। তাই ম্যাচ রেফারি ডেভিড বুন দুটি ডিমেরিট পয়েন্ট দেন গ্যাব্রিয়েলকে। পাশাপাশি জরিমানা করেন ম্যাচ ফির ৩০ শতাংশ।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকতে হয়।

এর আগে গত বছর পাকিস্তানের বিপক্ষে জরিমানা হওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল গ্যাব্রিয়েলকে। তাই তিনি আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ