সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেইটে সড়ক অবরোধ করেছিলেন। তবে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা সড়ক ছেড়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন তারা। পরে তিন দফা তুলে ধরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিচ্যুতরা। এক পর্যায়ে আশ্বাস পেয়ে সড়ক ত্যাগ করেন তারা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাফরুল থানার ওসি তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন উঠে গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে বেলা ১১টার দিকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় তারা বিক্ষোভ করেন। ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন চাকরিচ্যুতরা।
বিক্ষোভের পাশাপাশি তিন দফা দাবিও জানান আন্দোলনকারী চাকরিচ্যুত সেনা সদস্যরা। তারা দাবি জানান, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে। কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে। পাশাপাশি যে আইন কাঠামো ও একতরফা বিচারব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচারব্যবস্থার সংস্কার করতে হবে।
এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে ঊর্ধ্বতনরা এসে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে উঠে যান। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী পাঁচ দিবসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আবারও আন্দোলনে নামবেন।